1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে পূজার কোনাকাটার সময় বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট নদী বাঁচাতে আইন দাও, নদী বাঁচাও দেশ বাঁচাও” এ স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েসের’ মানববন্ধন নবীন শিক্ষকদের সংবর্ধনা দিল – বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা কচাকাটায় ইউনিয়ন বিএনপির যৌথ সভায়: সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা কাচাকাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত গংগাচড়ায় সাংবাদিকের উপর হামলা ও হেনস্তার অভিযোগের ৩৬দিনেও মেলেনি কোন আইনে ব্যবস্তা রংপুরে ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জে একমাত্র খেলার মাঠ রক্ষায় সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ কচাকাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ, আমরণ অনশন

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক ও সদর রোড অবরোধ এবং আমরণ অনশন কর্মসূচি চলছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে ছাত্রজনতা পৃথক দুটি স্থানে অবরোধ শুরু করে। এতে দুই সড়কে যানবাহন আটকে যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়। তবে পুলিশি সহায়তায় বিকল্প পথ ব্যবহার করে অধিকাংশ যানবাহন গন্তব্যে পৌঁছানো হচ্ছে।

অন্যদিকে, শেবাচিম হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবিতে সাত দফা দাবিতে সোমবার বেলা ১১টা থেকে হাসপাতালের প্রধান ফটকে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।

এর আগে, টানা আন্দোলনের ১৮তম দিনে সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে সংবাদ সম্মেলনে বরিশাল ব্লকেড কর্মসূচি চালানোর ঘোষণা দেন সংগঠক মহিউদ্দিন রনি।

তিনি বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি এবং স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’

মহিউদ্দিন রনি জানান, রবিবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টাকে সরাসরি আসার আহ্বান জানানো হয়েছিল। অনিয়ম ও দুর্নীতির তদন্তের পর তিন দফা দাবির প্রতি সুস্পষ্ট আশ্বাস চাওয়া হয়েছিল। কিন্তু সময় শেষ হলেও তিনি বরিশালে আসেননি। তাই দাবির পক্ষে তারা বরিশাল ব্লকেড কর্মসূচি চালাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘বরিশালবাসীর আর্তনাদ এখনও মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়নি, সংশ্লিষ্টদের টনক নড়েনি। শেবাচিম হাসপাতালে রোগীদের ওপর দুর্নীতি, ভোগান্তি ও অবহেলা চলতে থাকলে আন্দোলন কঠোর হবে।’

অবরোধ চলাকালে কুয়াকাটা থেকে আসা যানবাহনগুলো নগরের সি অ্যান্ড বি রোডের চৌমাথা থেকে নবগ্রাম রোড হয়ে কাশিপুর চৌমাথা দিয়ে বিকল্প পথে পাঠানো হয়। এতে যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে না থেকে বিকল্প পথ ব্যবহার করে মহাসড়কে যুক্ত হয়ে গন্তব্যে পৌঁছায়। একই পথে ঢাকা থেকে কুয়াকাটাগামী গাড়িগুলোও চলাচল করেছে।

অতিরিক্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করলেও যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার ঝামেলা থেকে মুক্তি পেয়েছে। তবে সময় বেশি লাগায় ভোগান্তি ছিল।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা অ্যাম্বুল্যান্সসহ জরুরি যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে ইমার্জেন্সি লেন তৈরি করেন। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার জানান, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা আজও মহাসড়ক ও সদর রোড অবরোধ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত ১৯ দিন ধরে তিন দফা দাবিতে ছাত্রজনতা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট