1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলোও ওয়াদাবদ্ধ: সিইসি বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড রংপুরে তৃতীয় শ্রেণীর কর্মচারী মশিউর এখন কোটিপতি বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন রংপুরে ধারাবাহিক কবরস্থান পরিষ্কার অভিযানে প্রশংসিত “বাংলার চোখ” কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ আহত -৫ দেশীয় অস্ত্রসহ যুবদল নেতাসহ তিনজন গ্রেফতার সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়: মিঠাপুকুরে উৎসবমুখর পরিবেশে দিবস পালিত

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ আহত -৫ দেশীয় অস্ত্রসহ যুবদল নেতাসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব কাশিপুরে (রিপুজিটারী) এ ঘটনা সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. মোখলেছুর রহমান ও মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. আব্দুল আলিম ও মো. এমদাদুল হক গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুক্রবার দুপুরে আব্দুল আলিম গং ভাড়া করা বাহিনী নিয়ে হাতে লাঠিসোটা, দা, রামদা, লোহার রডসহ সজ্জিত হয়ে ওই জমিতে ধান কাটতে যায়।

অভিযোগ রয়েছে, ওই বাহিনীর নেতৃত্বে ছিলেন নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের মো. মফিজুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, নেওয়াশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল), মো. আব্দুল আজিজ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নেওয়াশী ইউনিয়ন যুবদল) ও মো. আলমগীর হোসেন (সদস্য, ৬নং ওয়ার্ড যুবদল)। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাঠে ধান কাটতে আসলে মোখলেছুর রহমান ও জাহাঙ্গীর আলম গং বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন— আমেনা বেওয়া (৬৫), সিরিনা খাতুন (২৬), আলম হোসেন (৪৫) ও আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়রা জোটবদ্ধ হয়ে হামলাকারী তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মফিজুল ইসলাম, আব্দুল আজিজ ও আলমগীর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মো. আলামিন বাদী হয়ে ফুলবাড়ী থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা আলামিনের পরিবারকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং জমি জবরদখলের চেষ্টা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মফিজুল, আজিজ ও আলমগীর সম্প্রতি ঘোষিত কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার ঘনিষ্ঠজন। এলাকাবাসীর অভিযোগ, প্রার্থীর আশীর্বাদ পেয়ে তারা ৫ আগস্টের পর থেকে এলাকায় বিভিন্ন অপকর্ম, বিশেষ করে জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় জড়িয়ে পড়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার তদন্ত চলছে। আটক তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজ শনিবার (৮ নভেম্বর) কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট