1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে বিএনপি নেতার ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ শাহজালাল বিমানবন্দরে আগুন, একাধিক ফ্লাইট নামল চট্টগ্রাম ও কলকাতায় রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫ সংক্রান্ত গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা ফরিদপুরে বাস উল্টে শিশুসহ নিহত দুই, আহত ১৫ মিরপুরে আগুন: শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে রংপুর মিঠাপুকুর উপজেলা ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের পরিচিতি ও আলোচনা সভা এপিপি আরিফের বিরুদ্ধে নারী সাংবাদিককে হেনস্থা ও হুমকির অভিযোগ রংপুরে সাংবাদিকদের সংহতি সমাবেশ ঘুস গুনে দলিলে সই করেন সাব-রেজিস্ট্রার রিপন আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরে বিএনপি নেতার ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় রাশেদুল ইসলাম রাশেদ নামে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে। মারধরের প্রতিবাদে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তার অনুসারীরা।

আজ শনিবার সকালে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি।

অবরোধ চলাকালে উপজেলার দেউতি বাজারে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মোস্তাফিজার রহমান রেজার ওপর হামলা চালানো হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়।

জানা গেছে, বিএনপি নেতা রাশেদুল ইসলাম রাশেদের ওপর হামলার ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় শুক্রবার রাতে রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের দেউতি বাজারে সড়ক অবরোধ করেন তার অনুসারীরা। এ সময় তারা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এরপর রাতে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মোস্তাফিজার রহমান রেজা রংপুর শহর থেকে পীরগাছা যাওয়ার পথে দেউতি বাজারে অবরোধের মুখে পড়েন। চেয়ারম্যান রেজা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার চাচাতো ভাই হওয়ায় অবরোধকারীরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কয়েকজন চেয়ারম্যানের গাড়িকে ঘুরিয়ে অন্য একটি রাস্তায় পাঠালেও উত্তেজিত লোকজন তার গাড়ির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে চেয়ারম্যান রেজা নিরুপায় হয়ে একজনের বাড়িতে ঢুকে আশ্রয় নেন। এ সময় উত্তেজিত লোকজন ওই বাড়িটিতেও ঢোকার চেষ্টা করেন এবং চেয়ারম্যানের গাড়িটি ভাঙচুর করেন।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দেউতি বাজারে গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় তিন ঘণ্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। তবে যেখানে চেয়ারম্যান রেজা অবরুদ্ধ ছিলেন, সেখানে তারা পৌঁছানি। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় চেয়ারম্যান রেজাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত কর হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে পীরগাছা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেছে। এখনো মোস্তাফিজার রহমান রেজার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি নেতা রাশেদের ওপর হামলার ঘটনায় তারা একটি এজাহার পেয়েছেন এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত বুধবার (১৫ অক্টোবর) রাতে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দিতে এসেছিলেন পারুল ইউনিয়ন বিএনপির নেতা রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় উপজেলা পরিষদ-সংলগ্ন বটতলায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মণ্ডলের অনুসারী বলে দাবি করছেন রাশেদের অনুসারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট