মোঃ শহিদুল ইসলাম, রংপুর।
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিকদল মিঠাপুুকুর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে মিঠাপুকুর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিচিত ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলী, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন মিন্টু, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক মোকছেদুল হক, সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া প্রমুখ।
মোঃ মোফাজ্জল হোসেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এছাড়াও আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন। সভার মাধ্যমে নেতাকর্মীদের বিএনপির বিরুদ্ধে সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শও দেওয়া হয়।