রবিন চৌধুরী রাসেল, রংপুর।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে দুই শিশু হত্যার মামলার বাদী ও ভুক্তভোগী পরিবারগুলোর বিরুদ্ধে আসামিদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিহত দুই শিশুর পরিবার। বুধবার দুপুরে গঙ্গাচড়ার ডাঙ্গী পাইকান গ্রামের নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে নিহত শিশু আব্দুর রহমান ওরফে রোমান (৮)-এর বাবা মামলার বাদী আব্দুর রশিদ অভিযোগ করেন,জামিনে থাকা এলাকার প্রভাবশালী এক মেম্বারসহ কয়েকজন আসামি নিয়মিতভাবে মামলা তুলে নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করছে। তাঁরা প্রতিনিয়ত হত্যার হুমকিও পাচ্ছেন। এতে দুটি পরিবারই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ‘আমরা আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু এখন নিজেরাই ভয় পাচ্ছি। ন্যায়বিচার চাই, আমাদের নিরাপত্তা চাই।’ সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসীর আয়োজনে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট সকালে গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের পাইকান এলাকার শিশু আব্দুর রহমান ওরফে রোমান (৮) এবং মারুফ (৬) প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর ফিরে আসেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজি শেষে সেদিন বিকেলে ঘাঘট নদীর সংলগ্ন বালুর পয়েন্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৬ আগস্ট বিকেলে র্যাব-১৩ এর একটি দল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভার এলাকা থেকে মামলার প্রধান আসামি মনু মিয়া (২৮)-কে গ্রেপ্তার করে। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, র্যাব-১৩ ও র্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন ঘটনা বাড়তে পারে।