1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে পূজার কোনাকাটার সময় বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট নদী বাঁচাতে আইন দাও, নদী বাঁচাও দেশ বাঁচাও” এ স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েসের’ মানববন্ধন নবীন শিক্ষকদের সংবর্ধনা দিল – বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা কচাকাটায় ইউনিয়ন বিএনপির যৌথ সভায়: সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা কাচাকাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত গংগাচড়ায় সাংবাদিকের উপর হামলা ও হেনস্তার অভিযোগের ৩৬দিনেও মেলেনি কোন আইনে ব্যবস্তা রংপুরে ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জে একমাত্র খেলার মাঠ রক্ষায় সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ কচাকাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবীন শিক্ষকদের সংবর্ধনা দিল – বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

এনটিআরসিএ কর্তৃক ২০২৪-২৫ সালের সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের সম্মানে নবীন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর’ ২৫ (সোমবার) বিকাল ৩টায় কচাকাটা কলেজের হলরুমে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মতিন ফারুকী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ নিজাম উদ্দিন, উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা আব্দুল হামিদ মিয়া, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা মোঃ এনামুল হক, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা। মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল আলম মিঞা (বিএসসি), সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হামিদ মিয়া বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, “যারা জানে আর যারা জানে না তারা কি সমান”, রাসূল (সাঃ) বলেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। রাসূল (সাঃ) এর দেখানো পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।

প্রধান অতিথি বলেন, রাসূল (সাঃ) বলেন, “আমাকে শিক্ষক রুপে প্রেরণ করা হয়েছে”। তাই শিক্ষাকে কেবল পেশা নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে  শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাতে হবে।

তিনি আরো বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের দায়িত্ব কেবল পাঠ্য পড়ানো নয়, বরং সমাজ ও আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা’।

এছাড়া, শিক্ষক সমাজে একতা ও পেশাগত সততা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট