মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
এনটিআরসিএ কর্তৃক ২০২৪-২৫ সালের সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের সম্মানে নবীন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর’ ২৫ (সোমবার) বিকাল ৩টায় কচাকাটা কলেজের হলরুমে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মতিন ফারুকী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ নিজাম উদ্দিন, উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা আব্দুল হামিদ মিয়া, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা মোঃ এনামুল হক, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা। মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল আলম মিঞা (বিএসসি), সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হামিদ মিয়া বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, “যারা জানে আর যারা জানে না তারা কি সমান”, রাসূল (সাঃ) বলেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। রাসূল (সাঃ) এর দেখানো পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।
প্রধান অতিথি বলেন, রাসূল (সাঃ) বলেন, “আমাকে শিক্ষক রুপে প্রেরণ করা হয়েছে”। তাই শিক্ষাকে কেবল পেশা নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাতে হবে।
তিনি আরো বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের দায়িত্ব কেবল পাঠ্য পড়ানো নয়, বরং সমাজ ও আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা’।
এছাড়া, শিক্ষক সমাজে একতা ও পেশাগত সততা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।