রংপুর গংগাচড়া উপজেলা গজঘন্টা ইউনিয়নের ওমর বালাটারী স্কুলের পার্শ্বে ৯৯৯ জরুরী সেবায় অভিযোগ আসে শাশুরি ও দুই নাবালক শালাকে আটক করে রাখে জামাই মারুফ খবর পেয়ে গংগাচড়া থানার এসআই মোঃ আজিবর তার টিম নিয়ে ঘটনা স্থলে যায়। পরে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্তা করেন তিনি। সেখানে দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক নুরুজ্জামান আহমেদ তথ্য সংগ্রহ করতে গেলে তার উপর মারুফ সহ ৩/৪ অজ্ঞাত ব্যক্তি পুলিশের সামনে সাংবাদিকের কাজে বাধা দেয় এবং মব সৃষ্টি করে হামলার চেষ্টা চালায় সেই বিষয় ঘটনার দিন ২৩/০৮/২৫ ইং রাতে গংগাচড়া মডেল থানায় অভিযোগ করেন সাংবাদিক নুরুজ্জামান আহমেদ আজ ৩৬দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আইনে ব্যবস্থা গ্রহণ করেনি গংগাচড়া মডেল থানা পুলিশ।
বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতা এস এম জাকির হোসাইন বলেন ‘সারা দেশে যেভাবে সাংবাদিকদের ওপরে হামলা হচ্ছে এভাবে হামলা চলতে থাকলে এই পেশায় ভালো মানুষ আর আসতে চাইবে না। যারা সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন যেনো ব্যবস্থা নেন এবং অপরাধীরা যেনো কোনোভাবেই ছাড় না পায়।