বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গংগাচড়া উপজেলা মহিলা দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় গংগাচড়া উপজেলা বিএনপির অফিস থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি গংগাচড়া জিরো পয়েন্ট দিয়ে পাটি অফিসে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, গংগাচড়া উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ চাঁদ সরকার
গংগাচড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, গংগাচড়া উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আপেল মাহমুদ, গংগাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আমিনুর রহমান রন্জু, গংগাচড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ তৃষ্ণা বেগম, সাধারণ সম্পাদক মোছাঃ রিনা বেগম প্রমুখ। এসময় গংগাচড়া উপজেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্র্যালিতে অংশ নেয়।
দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে জাতীয়তাবাদী মহিলা দল।