আজ ৩ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুর আঞ্চলিক কার্যালয়ে জুলাই যোদ্ধাদের জন্য ডিজিটাল স্কিলস বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি: জনার ফয়েজ আহমদ তৈয়্যব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সভাপতিত্ব করেন জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. তৈয়বুর রহমান, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), EDGE প্রকল্প, বিসিসি।
এই প্রশিক্ষণে রংপুর বিভাগের ৪০ জন জুলাই যোদ্ধা অংশ নিচ্ছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই (EDGE) প্রকল্পের “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস ট্রেনিং” কর্মসূচির আওতায় জুলাই যোদ্ধাদের জন্য এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। সর্বমোট ৪২ ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণে বেসিক আইসিটি, MySQL, ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হবে। এর মাধ্যমে জুলাই যোদ্ধারা ডিজিটাল দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী আহত হন। জাতির এই সাহসী সন্তানদের “জুলাই যোদ্ধা” হিসেবে অভিহিত করা হয়। তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জুলাই যোদ্ধাদের ডিজিটাল দক্ষতায় সক্ষম করে তোলা হচ্ছে, যাতে তাঁরা সমাজ ও অর্থনীতির মূল স্রোতে ফিরে আসতে পারেন।