মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজ সবুজ মাঠে শুক্রবার (২৯আগস্ট) বিকেলটা পরিণত হয়েছিল উৎসবমুখর এক মিলনমেলায়। দর্শকদের চোখে মুখে উত্তেজনা, গ্যালারিতে উপচে পড়া ভিড় আর মাঠে খেলোয়াড়দের প্রাণপণ লড়াই—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য ছিল এক স্মরণীয় সন্ধ্যা।
“কচাকাটা উপজেলা চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আট দলের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় গাবতলা বাজার ফুটবল একাদশ বনাম কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদ একাদশ।
আক্রমণ-পাল্টা আক্রমনে পুরো ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময় শেষে খেলা গোলশূন্য ড্রতে গড়ায়। পরিশেষে ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকার।
স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গাবতলা বাজার একাদশ তাদের সুনির্দিষ্ট গোল শটে প্রতিপক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় এবং চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেয়। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গাবতলা বাজারের সমর্থকরা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। উদ্বোধন করেন কেদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও উপজেলা বিএনপি’র সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সাংবাদিক মো. জাহিদুল ইসলাম খান এবং পৌর বিএনপি’র সদস্য মোজাফফর হোসেন।
এছাড়াও কচাকাটা ও নাগেশ্বরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। আয়োজক বন্ধু পরিষদকে সার্বিক সহযোগিতা করেন কেদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান তোলা ব্যাপারী।
মাঠ থেকে ফেরার পথে দর্শকরা বলছিলেন— “এমন লড়াই আমরা বহুদিন দেখিনি, গাবতলার জয়টা সত্যিই দারুণ ছিল।”