1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে পূজার কোনাকাটার সময় বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট নদী বাঁচাতে আইন দাও, নদী বাঁচাও দেশ বাঁচাও” এ স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েসের’ মানববন্ধন নবীন শিক্ষকদের সংবর্ধনা দিল – বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা কচাকাটায় ইউনিয়ন বিএনপির যৌথ সভায়: সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা কাচাকাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত গংগাচড়ায় সাংবাদিকের উপর হামলা ও হেনস্তার অভিযোগের ৩৬দিনেও মেলেনি কোন আইনে ব্যবস্তা রংপুরে ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জে একমাত্র খেলার মাঠ রক্ষায় সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ কচাকাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকৌশলীকে জবাইয়ের হুমকি প্রতিবাদে রংপুরে আইইবির মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
Oplus_16777216

রবিন চৌধুরী রাসেল, রংপুর।

রংপুরে নেসকোতে কর্মরত সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে জবাই করে হত্যার হুমকির ঘটনায় চরম ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্র। উক্ত ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রের আয়োজনে নগরীর আরকে রোডস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের সামনে নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয় পরে অফিস হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবি রংপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাকিউল আলম।
মানববন্ধন ও সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, দেশের বিদ্যুৎ, শিল্প, অবকাঠামো ও প্রযুক্তি খাতে প্রকৌশলীরা সব সময় সামনের কাতারে থেকে কাজ করে আসছেন। অথচ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও মর্যাদা আজ মারাত্মক হুমকির মুখে। প্রকৌশলী রোকনুজ্জামানের মতো একজন দায়িত্বশীল কর্মকর্তাকে জবাই করার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে কোনো রাষ্ট্রের অবকাঠামোগত, শিল্প, প্রকৌশল ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রকৌশলীদের যথাযথ নিয়োগ, পদোন্নতি, পদায়ন, কর্মস্থলে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত ২৫ আগস্ট সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান নিজ কর্মস্থলে দায়িত্ব পালনকালে জবাই করে হত্যার হুমকির শিকার হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি।
এ সময় তারা দাবি করে বলেন, %অনতিবিলম্বে এই ঘৃণিত কাজের মূলহোতা এম এস সরওয়ার জাহান সাঈদী এবং মোঃ মাজেদুল ইসলাম, গোলাম কিবরীয়া সোহান, ইসমাইল হোসেন, মোঃ রুহুহল মারজান, লিয়াকত আলী সহ ঘটনাস্থলে উপস্থিত মৃত্যুর হুমকিদাতা এবং উস্কানিদাতাদের প্রত্যেককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার জন্য দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। % দ্রুততম সময়ের মধ্যে জবাই করে হত্যার হুমকিদাতা সন্ত্রাসী এম এস সরওয়ার জাহান সাঈদী এবং তার সহযোগীদের গ্রেফতার নিশ্চিতকরণে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। % ডিপ্লোমা সনদধারীদের সংশ্লিষ্ট সকল পেশাজীবী প্রতিষ্ঠান থেকে এহেন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত উপরের সকলের সদস্যপদ বাতিল করতঃ কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। % দেশের প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা এবং প্রকৌশলীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সর্বদা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে।এ সময় আইইবি সদস্য সহকারী প্রকৌশলী জয়া স্যানাল এলজিইডি, স্থানীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী শাহরিয়ার মিরাজ, প্রকৌশলী মিজানুর রহমান এসই/পিডব্লিউডি, নির্বাহী প্রকৌশলী (নেসকো) আব্দুল মতিন, প্রকৌশলী সরোয়ার হোসেন এই/ইইডি, প্রকৌশলী নাফিউর রহমান এই/এলজিইডি, প্রকৌশলী আশরাফুল আলম এসডিই/বিডব্লিউডিবিসহ রংপুরের বিভিন্ন সরকারি প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট