নুরুজ্জামান আহমেদ, রংপুর বিভাগ
দিনাজপুর সিটি পার্ক নয়, যেন অনৈতিক কার্যকলাপের আখড়া। স্কুল কলেজ চলাকালীন প্রেমিক-প্রেমিকার পদচারণায় যেন হয়ে উঠেছে ‘নিরাপদ ডেটিং স্পট’। পঞ্চাশ টাকার টিকিট বিক্রি করছে একশত টাকা সেখানে প্রকাশ্যে চলছে অনৈতিক কার্যকলাপ। এভাবেই চলছে দিনাজপুর সিটি পার্ক । সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত পার্কে বসে থাকেন তরুণ-তরুণীরা। সুযোগ বুঝে তাদের কেউ কেউ প্রকাশ্যে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। এদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীর সংখ্যা বেশি। সাংবাদিক পরিচয়ে পার্কে প্রবেশ টিকিট কিনতে গেলে কতৃপক্ষ বলেন সাংবাদিকের পার্কে প্রবেশ নিষেধ।অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর সিটি পার্ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন সব পার্কে কম-বেশি অনৈতিক কর্মকাণ্ড হয়, কিন্তু এমন হওয়ার উচিত না। এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর সিটি পার্কে নিয়মিত অভিযান অব্যাহত রাখব। পার্কে কোনো ধরনের অনৈতিক কাজ করতে দেয়া হবে না। কেউ যেন পার্কে মাদক সেবন করতে না পারে সেজন্য অভিযান চালানো হবে।