লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৯ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করার সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ আগস্ট) ভোরে বুড়িমারী সীমান্ত এলাকার মাছিরবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর একটি টহল দল।
আটকদের মধ্যে চারজন পুরুষ, তিনজন মহিলা এবং দুই শিশু রয়েছে।
আটকদের নাম হলো— মো. মোশাররফ হোসেন (৫০), তার স্ত্রী মোছা. পারভিন আক্তার (৪০) এবং তাদের তিন ছেলে মো. রাব্বি হোসেন (২৬), মো. নাহিদ হাসান (২৪) ও মো. সজীব আলী (১৬)। এছাড়া মোশাররফ হোসেনের মা মোছা. কোহিনূর নেছা (৭০) এবং মো. রাব্বি হোসেনের স্ত্রী মোছা. বর্ষা আক্তার (২২) ও তাদের দুই শিশু সন্তান মো. রেহান হোসেন (১৮ মাস) ও মোছা. জয়া খাতুন (৩)। সকলের বাড়ি নড়াইলের লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামে।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা প্রায় ১০ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসা করতেন। পরবর্তীতে ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক নয়জন বর্তমানে ৬১ বিজিবি’র হেফাজতে আছেন। বুধবার বিকালে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।