মোঃ শহিদুল ইসলাম, রংপুর ব্যুরো চিফ
রংপুরে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫" উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব বোঝানো এবং বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
সকালে শুভ উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এতে স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় রক্তদান করেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। সিভিল সার্জন ডা.শাহিন সুলতানা মহোদয় বলেন, "মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করা আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
এই আয়োজন জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং আগামী দিনগুলোতে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করা হচ্ছে।