মোঃ শহিদুল ইসলাম, রংপুর ব্যুরো চিফ
২৪ জুলাই ২০২৫ বুধবার সকাল ১১ টায় শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টনসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরিকরণ অর্থাৎ পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিল-এর দাবিতে ঐতিহ্যবাহী ও দেশের সর্ববৃহৎ কিন্ডারগার্টেন সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুর প্রশাসক মহোদয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। শাহ্ মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. সাদিকুল ইসলাম, মো. তাহমিদুর রহমান, রংপুর বিভাগীয় সভাপতি ড. মো. খায়রুল আনাম, যুগ্ম-মহাসচিব মো. জাহাঙ্গীর আলম, মো. আসাদুজ্জমান বিপ্লব, মো. আব্দুল আখের রাশেদী, মো. আব্দুস সালাম, সাংগঠনিক সচিব মো. হুমায়ুন কবির রিপন, শেখ মো. আজহারুল ইসলাম, দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ, অর্থসচিব মো. মিজানুর রহমান, শিক্ষাসচিব মো. খায়রুল আলম, প্রচার ও প্রকাশনা সচিব মো. আব্দুল আউয়াল, রংপুর জেলা সভাপতি মো. আব্দুল মাবুদ, সচিব গোলাম মেহেদী, রংপুর মহানগর শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সচিব মো. আতিকুল ইসলাম প্রমুখ।
প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী ভূমিকা পালন করে চলছে এবং কিছুটা হলেও বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখছে। কিন্তু হঠাৎ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫/০৭/২০২৫ তারিখের নিবাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫ তারিখ ১৭/০৭/২০২৫-এ প্রকাশিত পত্রের মাধ্যমে জানতে পারি যে, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদানই নয় এটি একটি শিশুর আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে কিন্তু সে অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে তখন তার মনে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিশুদের শিশুমনেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি হবে। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও অভিভাবকগণ মানষিক চাপ ও যন্ত্রাণার সম্মুখীন হবে, যার দায়-দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বৈষম্যবিরোধী সরকার। সেই সরকারের আমলে কোমলমতি শিক্ষার্থীরা আবার বৈষম্যের শিকার হবে এটি অপ্রত্যাশিত।
৫ আগষ্ট ২০২৪ এ ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও প্রশাসনের কিছু কিছু স্তরে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার জন্য চক্রান্তে লিপ্ত আছে। ফলশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য একটি চলমান পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা যেখানে সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেনসমূহের শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ ছিল যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাতিল করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই মর্মে অত্যন্ত সু-চাতুরতার সাথে 'সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫' নামে গত ১৭জুলাই ২০২৫ একটি পত্র প্রকাশ করেছে। এর ফলে কিন্ডারগার্টেন ও বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই পত্রটিকে প্রত্যাখান করছি এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের আশা ও ভরসার প্রতীক। দেশের জনগণ আপনার প্রতি আস্থাশীল। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিশাল জনগোষ্ঠীকে যাতে আন্দোলনে নামতে না হয় সেই বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি।
আমরা সবাই জানি যেদেশের শিক্ষাব্যবস্থা যত উন্নত, সেদেশ ও জাতি তত উন্নত। আমরা একদিকে শিক্ষক-কর্মচারী হলেও অপর দিকে পিতা/মাতাও বটে। আমরা আমাদের সন্তানসহ দেশের সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। তাই প্রাথমিক শিক্ষাদানে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবহিতকরণ পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করতে পারে, তার ব্যবস্থা গ্রহণের দাবিতে
নিম্নরূপ কর্মসূচি ঘোষণা করেছে।
১. ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার সকাল-১১:০০ সকল উপজেলা ও জেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
২. ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার দুপুর- ১২:০০ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি, সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রদান করা হবে।
৩. ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার দুপুর- ১২:৩০ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপ-পরিচালকের মাধ্যমে প্রদান করা হবে।
৪. ২৫ জুলাই এর পর সুবিধামত তারিখে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এরপরেও যদি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫- এ অংশগ্রহণের সুযোগ দেয়া না হয় তবে, সারা দেশের হতাশ ও বিক্ষুদ্ধ কিন্ডারগার্টেন সংশ্লিষ্ট শিক্ষক-অভিভারগণ কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।