বাকপ্রতিবন্ধী শিশু লাবনী ধর্ষণের অভিযোগে ধর্ষক মাসুদ কে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী
গত ১৬ জুলাই ২০২৫ রংপুর গংগাচড়া উপজেলা কোলকোন্দ গোডাউন হাটে বাকপ্রতিবন্ধী শিশু লাবনী ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদের বিরুদ্ধে। মোঃ মাসুদ (৫০) পিতা: মোয়াজ্জেন গ্রাম: উত্তর কোলকোন্দ।
একই গ্রামের উত্তর মীরপাড়া মিলন মিয়ার প্রতিবন্ধী মেয়ে লাবনী । লাবনীর মা মারা যাওয়াতে পিতা মিলন মিয়া (২য়) বিয়ে করে রংপুরে থাকেন লাবনী তার বয়স্ক দাদির সঙ্গে থাকতেন। লাবনীর দাদি ঔষধ নেওয়ার জন্য বাজার যায়। এসো ধর্ষক মাসুদ কে হাতে নাতে ধরে তারপর থেকে মাসুদ পলাতক আছে। এবিষয়ে গংগাচড়া থানায় মামলা হয়েছে। স্হানীয় লোকজন জানান এর আগেও লাবনীকে ধর্ষণের চেষ্টা করে মাসুদ। ধর্ষক মাসুদ এলাকায় সরকারি নদী দখল ও মাদক ব্যবসা করে এবং এলাকায় প্রভাব বিস্তার করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ধর্ষক মাসুদ।