সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা ও সহিংসতার ঘটনায় সারা দেশে উত্তেজনা ছড়িয়েছে। এর প্রভাব পড়েছে রংপুরেও। শহরের বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলছেন জুলাই যোদ্ধারা। তাদের দাবি, ফ্যাসিস্টের কোনো চিহ্নই রাখতে চান না তারা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রংপুর শহরের মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত ‘অর্জন’ চত্বরে জুলাই যোদ্ধারা জড়ো হন। এ সময় তারা ভাস্কর্যে থাকা শেখ মুজিবের ছবিতে কালি লেপে দেন।
এ সময় তারা ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়ে উল্লাস প্রকাশ করেন তারা।
এর আগে, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদ-বিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে রংপুরের অর্জন ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
পরবর্তীতে গত ৫ ফেব্রুয়ারি রংপুর জিলা স্কুল মোড়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ক্যাম্পাসে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ছাড়াও রংপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন উপজেলায় থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।
জুলাই যোদ্ধা ইমরান আহমেদ বলেন, রংপুরের কোথাও ফ্যাসিস্ট সরকারের কোনো চিহ্ন থাকবে না। যেখানে ফ্যাসিস্ট থাকবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।