জুলাই শহীদদের দেশের সম্পদ উল্লেখ করে আমারদেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, আমরা জুলাই শহীদদের ভুলতে দেবো না। তাদের বীরত্বের কাহিনী প্রচার করব।
তিনি বলেন, ‘খুনি শেখ হাসিনা নিজেই গণহত্যার নির্দেশদাতা। আমি আশা করব, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত তার বিচারের কাজ সম্পন্ন করবে।’
ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, অনতিবিলম্বে তাকে বাংলাদেশে পাঠান।
শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লব-২৪’র শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর এই মতিবিনিময় সভার আয়োজন করে।
দেশের রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে মাহমুদুর রহমান বলেন, শহীদদেরকে নিয়ে দলীয়করণ করবেন না, তারা আমাদের সম্পদ। জুলাই যোদ্ধাদের নিয়ে এমন আয়োজনের জন্য জামায়াতকে ধন্যবাদও জানান তিনি।
ড. মাহমুদুর রহমান বলেন, জুলাই শহীদেরা রক্ত দিয়ে মুক্ত পরিবেশ তৈরি করেছে বলে আমি বাংলাদেশে ফিরে আসতে পেরেছি, মায়ের জানাজায় অংশ গ্রহণ করতে পেরেছি। আমারদেশ পত্রিকা শহীদদের নিয়ে নিয়মিত ধারাবাহিক নিউজ করছে। আমরা জুলাই শহীদদের ভুলতে দিবো না। তাদের বীরত্বের কাহিনী প্রচার করব।
তিনি ভারতীয় সাম্রাজ্যবাদের দোসর ও শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ যাতে ক্ষমতায় আসতে না পারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
এতে ঢাকা মহানগরী উত্তর এলাকার শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী ও আহত পাঁচ শতাধিক জুলাই যোদ্ধা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ও বেশ কয়েকজন বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, কিছু রাজনৈতিক দল চব্বিশ নিয়ে টিপ্পনী কাটে, যা দু:খজনক। আপনাদের আস্ফালন জুলাই যোদ্ধাদের সামনে টিকবে না। অবিলম্বে ৫ আগস্টের মধ্যে সকল জুলাই শহীদ পরিবারকে পুনর্বাসন করা, তাদের সুরক্ষা আইন, আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান তিনি।
দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত প্রমুখ।