1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে পূজার কোনাকাটার সময় বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট নদী বাঁচাতে আইন দাও, নদী বাঁচাও দেশ বাঁচাও” এ স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েসের’ মানববন্ধন নবীন শিক্ষকদের সংবর্ধনা দিল – বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা কচাকাটায় ইউনিয়ন বিএনপির যৌথ সভায়: সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা কাচাকাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত গংগাচড়ায় সাংবাদিকের উপর হামলা ও হেনস্তার অভিযোগের ৩৬দিনেও মেলেনি কোন আইনে ব্যবস্তা রংপুরে ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জে একমাত্র খেলার মাঠ রক্ষায় সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ কচাকাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন পরিচালক জঁ পেম

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক হিসেবে জঁ পেম দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।

এতে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

ফ্রান্সের নাগরিক ও প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত জঁ পেম ২০০৩ সালে বিশ্বব্যাংকে জ্যেষ্ঠ অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন। এরপর তিনি বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন দায়িত্বে ছিলেন, যার মধ্যে রয়েছে গ্রুপটির বেসরকারি খাতের শাখা আইএফসি-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা।

তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে আর্থিক খাতসংক্রান্ত নানা বিষয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংকের ফাইন্যান্স বিষয়ক গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুসংহত, স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গঠনে বিশ্বব্যাংকের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা করেন।

বিশ্বব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ইন্টেগ্রিটি গ্লোবাল টিমের নেতৃত্বও দিয়েছেন তিনি। এই দলটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কার্যকর আর্থিক ব্যবস্থা গঠনে দেশগুলোকে সহায়তা করে।

জঁ পেম বলেন, ‘বিশ্বকে দেখানোর মতো বিশেষ উন্নয়ন অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এই দেশটি বারবার বিস্ময় সৃষ্টি করেছে তাদের উদ্ভাবনী উন্নয়ন পদ্ধতি, সংকট মোকাবিলার দৃঢ় সংকল্প ও টেকসই অগ্রগতির মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে দেশটি একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারে।

পেম বলেন, ‘বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের দুই অঙ্গ প্রতিষ্ঠান—আইএফসি ও এমআইজিএ’র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা বিনিয়োগ আহরণ, বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির জন্য একত্রে কাজ করছি।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক হিসেবে পেম এখন এই দুই দেশের সঙ্গে কৌশলগত ও নীতিনির্ধারণী সংলাপ পরিচালনা করবেন এবং উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট