1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের নয়, জনগণের ইচ্ছায় ক্ষমতায় বসেছি: ড. ইউনূস জন্মাষ্টমী: হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রংপুর বিভাগীয় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন রংপুর মিঠাপুকুরে ট্রলির চাপায় এক মহিলা নিহত, ৭০ হাজার টাকার বিনিময়ে মিমাংসা দিনাজপুরে ট্রাক চাপায় কোলের সন্তানসহ মা নিহত রংপুরে হত্যাচেষ্টা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠীকে বাংলাদেশে বিনিয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা: ৮ পুলিশ বরখাস্ত, তদন্তে কমিটি লালমনিরহাটে সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, ৯ বাংলাদেশি নাগরিক আটক চাঁপাইয়ে পদ্মার পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি সাড়ে ৮ হাজার পরিবার

রংপুরে রেনেসাঁ হাসপাতালে রোগীর মৃত্যু, পালালেন কর্তৃপক্ষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
Oplus_131072

রংপুরের রেনেসাঁ হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় পিএলআইডি অপারেশনের একদিন পর সারজিনা খাতুন (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

পরে সেই নারীর মরদেহ রেখে নার্স ও ওয়ার্ড বয়সহ হাসপাতাল কর্তৃপক্ষের পালানোর অভিযোগ উঠেছে। বুধবার (১৮ জুন) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। অপারেশনের জন্য মঙ্গলবার (১৬ জুন) রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয় সারজিনাকে। তার বাড়ি দিনাজপুর সদরের ফুলতলা বাজার এলাকায়। বুধবার রাতে স্থানীয় হাসপাতালের লোকজনদের দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয় বলেও জানা গেছে। রোগীর স্বজনরা বলেন, ‘হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসক সময়মতো আসেননি। বারবার বলার পরও সারজিনাকে অন্য কোথাও নিয়ে যেতেও দেননি। হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছে করেই রোগীকে রংপুর মেডিকেলে নিয়ে যেতে দেয়নি। এতে দীর্ঘক্ষণ থাকার পর ক্লিনিকই মারা গেছেন সারজিনা। রোগীর এক স্বজন মিজানুর রহমান বলেন, ‘গত ১৬ তারিখে সারজিনাকে এখানে ভর্তি করা হয়, ১৭ তারিখ মেরুদণ্ডের অপারেশন করেন ডাক্তার হযরত আলী। তারপর থেকে কি হয়েছে, না হয়েছে কিছুই তারা বলছিল না। রোগী কাতড়াচ্ছে কিন্তু কোনো নার্স বা ডাক্তার কোনো সহযোগিতা করেননি। সন্ধ্যার দিকে ফোন দেওয়া হলে তারা বিভিন্ন অজুহাতে ফোন কেটে দেন। যখন রোগী মারা গেছে তখন বলে যে রংপুর মেডিকেলে ভর্তি করাতে হবে। তারা নিজেরাই গাড়ি ঠিক করে রংপুর মেডিকেলে নিয়ে গেছে। পরে সেখান থেকে জানায়, সারজিনা মারা গেছে। সারজিনা খাতুনের একমাত্র মেয়ে আতিয়া ফারজানা স্বপ্না দৈনিক উত্তরের খবর কে বলেন, ‘আমি বারবার বলেছি অক্সিজেন মাস্ক লাগান, আপনারা না পারলে বের করে দেন। মৃত অবস্থায় আমার মাকে বের করে দিয়েছে। ইচ্ছে করেই আমার মাকে মেরে ফেলেছে। এদিকে রংপুর পুলিশ ফাঁড়ি থানার ইনচার্জ জিয়া বলেন, রোগীর স্বজনদের বারবার বলার পরেও তারা কোন অভিযোগ দেননি। পরে বিষয়টি কি হয়েছে আমরা জানি না। তবে ওই হাসপাতালটির কাগজ ঘেঁটে দেখা যায় পরিবেশগত ছাড়পত্রসহ বিভিন্ন কাগজের মেয়াদোত্তীর্ণ হয়েছে। ওই রোগীকে এনেস্থেসিয়া করিয়েছেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনেস্থিসিয়া বিভাগের জুনিয়র কনসাল্টেন্ট বিশ্বজিৎ কুমার বর্মণ। তিনি বলেন, ‘অপারেশন করার একদিন পরে আমাকে কল দেওয়া হয়েছে যে রোগীর শ্বাসকষ্ট হচ্ছে। তখন আমি পরামর্শ দিয়েছি। ঘটনাটি অল্প সময়ের মধ্যেই ঘটছে। রোগী হার্ট অ্যাটাক করলেও করতে পারে। সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা বলেন, ‘আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নগরের স্বপ্ন জেনারেল হাসপাতালে অবহেলার অভিযোগে এক শিশুর মৃত্যু হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়। পরে গত ১৬ তারিখ যৌথ বাহিনীর অভিযানে স্বপ্ন জেনারেল হাসপাতাল, রংপুর ক্লিনিক, উত্তরা জেনারেল হাসপাতাল ও হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট