1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলোও ওয়াদাবদ্ধ: সিইসি বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড রংপুরে তৃতীয় শ্রেণীর কর্মচারী মশিউর এখন কোটিপতি বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন রংপুরে ধারাবাহিক কবরস্থান পরিষ্কার অভিযানে প্রশংসিত “বাংলার চোখ” কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ আহত -৫ দেশীয় অস্ত্রসহ যুবদল নেতাসহ তিনজন গ্রেফতার সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়: মিঠাপুকুরে উৎসবমুখর পরিবেশে দিবস পালিত

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, আশা রিজভীর

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন বিষয়ে দেওয়া তাদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে বলে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমরা আশা করি সরকার শিগগিরই (ফেব্রুয়ারির মাঝামাঝি) নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পূরণ করবে।’

বুধবার (১৮ জুন) নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন।

রিজভী বলেন, স্বৈরাচারের কুৎসিত উত্থান বন্ধে গণতন্ত্রকে একটি শক্ত ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচিত হয়ে তাদের দল ক্ষমতায় গেলে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের সঙ্গে অংশ নিয়েছে—এমন সকল রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবে।

বিএনপি নেতা বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দল অনেক আশা ও প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থার যেসব সদস্যদের বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসিয়ে নির্যাতন করেছিল—তাদের কেন এখনও বিচারের আওতায় আনা হয়নি?

বিএনপির এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনার নির্দেশে ক্ষমতার অপব্যবহার করে এবং বেআইনি কার্যকলাপ ও দমন-পীড়ন চালিয়েছে—এমন র‍্যাব, পুলিশ ও ডিবির সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি বলেন, কেউ যদি মনে করেন সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে— তাহলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আপোষহীন নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। ‘বিএনপিকে বিভক্ত করার জন্য শেখ হাসিনার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে… সংকট এখনও শেষ হয়নি। গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধারের জন্য আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে,’ বলেন তিনি।

তিনি ডেঙ্গু এবং কোভিড-১৯ এর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জীবন বাঁচাতে ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ডেঙ্গু ও কোভিড-১৯ এর হুমকি মোকাবিলায় একটি জাতীয় টাস্কফোর্স গঠনের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।

সূত্র: ইউএনবি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট