1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জন্মাষ্টমী: হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রংপুর বিভাগীয় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন রংপুর মিঠাপুকুরে ট্রলির চাপায় এক মহিলা নিহত, ৭০ হাজার টাকার বিনিময়ে মিমাংসা দিনাজপুরে ট্রাক চাপায় কোলের সন্তানসহ মা নিহত রংপুরে হত্যাচেষ্টা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠীকে বাংলাদেশে বিনিয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা: ৮ পুলিশ বরখাস্ত, তদন্তে কমিটি লালমনিরহাটে সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, ৯ বাংলাদেশি নাগরিক আটক চাঁপাইয়ে পদ্মার পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি সাড়ে ৮ হাজার পরিবার রংপুরে কৃষক গ্রুপের মাঝে রাইস ট্রান্সপ্লান্টর যন্ত্র বিতরণ

রংপুর কাউনিয়ায় টাকার বিনিময়ে টিসিবি কার্ড বিতরণ, ইউপি চেয়ারম্যান রাশেদুল আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
Oplus_131072

রংপুরের কাউনিয়ায় টিসিবির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামের (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে সেনাবাহিনী। রাশেদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান। তিনি বিশ্বনাথ এলাকার আব্দুল জব্বারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্র জানায়, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকারভোগীদের মাঝে টিসিবি ফ্যামিলি কার্ড (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম টিসিবির কার্ড বিতরণের বিপরীতে উপকারভোগী প্রত্যেকের কাছ থেকে বসতবাড়ির ট্যাক্সের তিনশত টাকা করে আদায় করেন। অনেকের কাছ থেকে একই অর্থ বছরে দুইবার আদায় করা হয়েছে। এক পর্যায়ে উপকারভোগীরা স্মার্ট কার্ড বিতরণের বিপরীতে বসতবাড়ির ট্যাক্স এবং বেশি টাকা আদায়ের প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত লোকজন। স্থানীয়রা উপকারভোগীদের জিম্মি করে টাকা আদায়ের বিষয়টি সেনাবাহিনীকে জানায়। পরে বিকেলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উপকারভোগীদের জিম্মি করে ট্যাক্সের টাকা আদায়ের সত্যতা পাওয়ায় ইউপি পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটকের পর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ওই ইউনিয়নের রাজিব গ্রামের উপকারভোগী নুরুজ্জামান বলেন, তার কাছে থেকে গত অক্টোবরে টিসিবির কার্ডের জন্য বসতবাড়ির ট্যাক্স একশত টাকা নিয়েছে। একই অর্থবছরে মঙ্গলবার স্মার্ট কার্ড নেওয়ার সময় আবার বসতবাড়ির ট্যাক্স ৩০০ টাকা নিয়েছে। আমাদের জিম্মি করে ট্যাক্স আদায় করেন তিনি। এটা চাঁদাবাজি। শুধু তার কাছেই নয় ইউনিয়নের সব শ্রেণির উপকারভোগীদের জিম্মি করে বসতবাড়ির ট্যাক্সের নামে টাকা আদায় করা হয়েছে। তবে অভিযুক্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, টিসিবির স্মার্ট কার্ড বিতরণে ট্যাক্সের টাকা রসিদ মূলে নেওয়া হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, উপকারভোগী নুরুজ্জামান বাদী হয়ে রাশেদুল ইসলামকে আসামি করে চাঁদাবাজির মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে কারাগারে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট