1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে দেশে ঢুকছে না ভারতীয় পেঁয়াজ, দাম বাড়ার আশঙ্কা হাড়কাঁপানো শীত উত্তরবঙ্গে, ২০ দিনে ২৮ জনের মৃত্যু উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে: ফখরুল নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৬ জন আটক অর্থনৈতিক অস্থিরতার মাঝে বিক্ষোভে ইরানে নিহত অন্তত ৩৫ গভীর সমুদ্র গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা করা হয়: ডিবি প্রধান শান্ত, জাকেরকে বাদ দিয়ে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা লালমনিরহাটে বৃষ্টির মতো পড়ছে শিশির, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন রাতভর নাটকীয়তার পর সকালে জামিনে মুক্ত হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতা

ফরিদপুরে বাথরুমের সামনে পড়েছিল মায়ের বিবস্ত্র মরদেহ, পাশের রুমে অচেতন পড়েছিল শিশুকন্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে
Oplus_131072

বাথরুমের সামনে পড়েছিল মায়ের বিবস্ত্র মরদেহ, পাশের রুমে অচেতন পড়েছিল শিশুকন্যা

বাথরুমের সামনে পড়েছিল মায়ের বিবস্ত্র মরদেহ,
ফরিদপুর জেলা শহরের রঘুনন্দনপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে রিনা বেগম (৩০) নামে এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। একই সময় তার পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে রঘুনন্দনপুর এলাকার হাবিব ভিলার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। রিনা বেগম সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আজহার মন্ডলের ডাঙ্গী গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে রিনার বিয়ে হয় ঈশানগোপালপুর ইউনিয়নের শহীদ মোল্লার সঙ্গে। বিয়ের দুই বছর পর উপার্জনের জন্য শহীদ মোল্লা সৌদি আরব যান এবং পরে রিনাকেও সেখানে নিয়ে যান। তবে কয়েক বছর আগে রিনা দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর মনিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার ভেতর থেকে পানি বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমের সামনে রিনার বিবস্ত্র মরদেহ এবং পাশের কক্ষে শিশুকন্যাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। কক্ষের ভেতরে ওষুধ ও খাবার ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন। বাড়ির মালিক হাবিবুর রহমান জানান, চলতি মাসের শুরুতে স্বামী-স্ত্রী পরিচয়ে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি বাসাটি ভাড়া নেন। মাত্র এক সপ্তাহ আগে রিনা সেখানে উঠেছিলেন। ঘটনার খবর পেয়ে মনিরুলকে ফোন করা হলে তিনি আর আসেননি এবং পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট