বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে এর আগে জোরালো অবস্থান নেয় দেশের অন্যতম প্রধান দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করে বিএনপি। তবে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছিলেন বারবার। সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে তার বেশ কয়েক দফা আলোচনাও হয়।