1. akazad7340@gmail.com : দৈনিক উত্তরের খবর : দৈনিক উত্তরের খবর
  2. info@www.dainikuttarerkhobor.online : দৈনিক উত্তরের খবর :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে দেশে ঢুকছে না ভারতীয় পেঁয়াজ, দাম বাড়ার আশঙ্কা হাড়কাঁপানো শীত উত্তরবঙ্গে, ২০ দিনে ২৮ জনের মৃত্যু উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে: ফখরুল নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৬ জন আটক অর্থনৈতিক অস্থিরতার মাঝে বিক্ষোভে ইরানে নিহত অন্তত ৩৫ গভীর সমুদ্র গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা করা হয়: ডিবি প্রধান শান্ত, জাকেরকে বাদ দিয়ে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা লালমনিরহাটে বৃষ্টির মতো পড়ছে শিশির, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন রাতভর নাটকীয়তার পর সকালে জামিনে মুক্ত হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতা

রংপুরে ইরানি দম্পতির উপর হামলায় চারজন কারাগারে

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে
Oplus_131072

নুর জামাল হক, রংপুর

রংপুরের তারাগঞ্জে ঘুরতে আসা পর্যটক ইরানি দম্পতিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসিনুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করে মামলা করেন। এ ঘটনায় আটক চারজনকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুর্শা ঘনিরামপুর রামপুরা জোতপাড়া গ্রামের রশিদুল ইসলাম (৪২), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), মেরাজুল ইসলাম (৩৮) ও রাবেয়া বেগম (৪৫)। ঘটনার পরপর সেনাবাহিনী তাঁদের আটক করে পুলিশে সোর্পদ করেছিল। মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ মে ইরানি পাসপোর্টধারী দম্পতি সেলিম রেজা হোসাইনি (৬১) ও ইয়াসিমিন ইয়াজডানজু (৫৬) বাংলাদেশে ভ্রমণে আসেন। গত রোববার ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া করে রংপুরে আসেন। সেখানে একটি আবাসিক হোটেলে তাঁরা রাত্রি যাপন করেন। মামলার এজাহার থেকে আরও জানা যায়, গতকাল সোমবার গুগল ম্যাপ অনুসরণ করে রংপুর শহর থেকে সেলিম রেজা নিজেই প্রাইভেট কারটি চালিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে পথ ভুলে তাঁরা উপজেলার ঘনিরামপুর রামপুরা জোতপাড়া এলাকায় রশিদুল ইসলামের বাড়ির কাছে পৌঁছান। রশিদুলের কাছে পানির পিপাসা মেটানোর জন্য আকার ইঙ্গিতে ওই দম্পতি বোঝান এবং সহযোগিতা চান। পানি পান করার পর ইরানি দম্পতি ইংরেজি ও ইরানি ভাষায় কথা বললে রশিদুল, মেরাজুল, রাবেয়া, মনোয়ারা তাঁদের প্রতারক মনে করে চিৎকার শুরু করেন। তখন লোকজন জড়ো করে ওই ইরানি দম্পতিকে মারধর করে সঙ্গে থাকা ১০০ ডলারের ৫টি নোট, ১টি হাতঘড়ি, পাসপোর্ট, ১টি অ্যান্ড্রয়েড মুঠোফোন ছিনিয়ে নেন। রংপুরের তারাগঞ্জে ঘুরতে আসা পর্যটক ইরানি দম্পতিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসিনুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করে মামলা করেন। এ ঘটনায় আটক চারজনকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুর্শা ঘনিরামপুর রামপুরা জোতপাড়া গ্রামের রশিদুল ইসলাম (৪২), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), মেরাজুল ইসলাম (৩৮) ও রাবেয়া বেগম (৪৫)। ঘটনার পরপর সেনাবাহিনী তাঁদের আটক করে পুলিশে সোর্পদ করেছিল। মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ মে ইরানি পাসপোর্টধারী দম্পতি সেলিম রেজা হোসাইনি (৬১) ও ইয়াসিমিন ইয়াজডানজু (৫৬) বাংলাদেশে ভ্রমণে আসেন। গত রোববার ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া করে রংপুরে আসেন। সেখানে একটি আবাসিক হোটেলে তাঁরা রাত্রি যাপন করেন। মামলার এজাহার থেকে আরও জানা যায়, গতকাল সোমবার গুগল ম্যাপ অনুসরণ করে রংপুর শহর থেকে সেলিম রেজা নিজেই প্রাইভেট কারটি চালিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে পথ ভুলে তাঁরা উপজেলার ঘনিরামপুর রামপুরা জোতপাড়া এলাকায় রশিদুল ইসলামের বাড়ির কাছে পৌঁছান। রশিদুলের কাছে পানির পিপাসা মেটানোর জন্য আকার ইঙ্গিতে ওই দম্পতি বোঝান এবং সহযোগিতা চান। পানি পান করার পর ইরানি দম্পতি ইংরেজি ও ইরানি ভাষায় কথা বললে রশিদুল, মেরাজুল, রাবেয়া, মনোয়ারা তাঁদের প্রতারক মনে করে চিৎকার শুরু করেন। তখন লোকজন জড়ো করে ওই ইরানি দম্পতিকে মারধর করে সঙ্গে থাকা ১০০ ডলারের ৫টি নোট, ১টি হাতঘড়ি, পাসপোর্ট, ১টি অ্যান্ড্রয়েড মুঠোফোন ছিনিয়ে নেন। দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্পের একটি দল, তারাগঞ্জ থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা ঘটনাস্থলে যান। ইরানি দম্পতিকে সেখান থেকে উদ্ধার করেন তাঁরা। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে সেনাবাহিনী পুলিশে সোপর্দ করে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন, ইরানি নাগরিক দম্পতিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া ডলারের মধ্যে ১০০ ডলারের ১টি নোট, পাসপোর্ট ও হাতঘড়ি উদ্ধার করা হয়েছে। তবে মুঠোফোন ও ১০০ ডলারের ৪টি নোট পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট